এই নেবুলাইজারটি ব্যবহার করার নিয়ম
- প্রথমে নেবুলাইজারটির সামনের পাশে আপনার প্রয়োজনমতো শিশু বা বড়দের একটি মাস্ক লাগিয়ে নিবেন
- নেবুলাইজারটির উপরের ডাকনাটি উল্টা দিকে ঘুরিয়ে খুলে নিবেন
- তারপর ডাক্তারের পরামর্শ অনুযায়ী উপরের বক্সটিতে ঔষধ ঢেলে পুনরায় ডাকনাটি লাগিয়ে নিবেন
- তারপর মুখে মাস্ক লাগিয়ে সামনের পাওয়ার বাটনটি চাপ দিন
- এবার আপনার সুবিধা অনুযায়ী নেবুলাইজ করুন
- প্রথমে পাওয়ার বাটনটি চাপ দিলে হাই স্পিডে নেবুলাইজ হবে তারপর আবার চাপ দিলে স্পিড আর একটু কমবে তারপর আবার চাপ দিলে আর একটু কমবে এভাবে তিনটি পজিশনে আপনি নেবুলাইজ করতে পারবেন